মেঝের পরিচর্যা
সঠিক মেঝের কোটিং সিস্টেম পছন্দ করা এবং যথাযথ প্রস্তুতি নিশ্চিত করার মানে শুধুমাত্র অর্ধেক কাজ পূরণ হওয়া। আপনার মেঝের জন্য করা বিনিয়োগের সম্পূর্ণ ফলাফল পেতে হলে উপযুক্ত যত্ন নেওয়া জরুরি। নিম্নলিখিত উপায়গুলির মাধ্যমে আপনার মেঝের কোটিং সিস্টেমের ভালো কার্যকারিতা ও দীর্ঘায়ু সুনিশ্চিত করা সম্ভব।
- জল জমতে দেবেন না, যত দ্রুত সম্ভব শুকনো করে মুছে ফেলুন
- রাসায়নিক বা দ্রাবক চলকে পড়তে দেবেন না, পড়লে যত দ্রুত সম্ভব শুকনো করে মুছে ফেলুন
- তেল চলকে পড়তে দেবেন না, পড়লে যত দ্রুত সম্ভব মুছে শুকিয়ে ফেলুন
- কোনও বস্তু ঘষে নিয়ে আসবেন না
- ভারি আঘাত যেন না লাগে
- ধারালো বস্তু ফেলবেন না
- মেঝের উপর একমুখী ভার প্রয়োগ করবেন না
- স্টিল/লোহার চাকা যুক্ত ট্রলি ব্যবহার করবেন না
- মেঝের উপরিতল উত্তপ্ত করবেন না অথবা ঝালাই জাতীয় কোনো গরম কাজ করবেন না
- যন্ত্রপাতির কাজ হলে রবারের ম্যাট ব্যবহার করুন
- ধুলো ও ময়লামুক্ত পরিষ্কার রবার সোলযুক্ত জুতো ব্যবহার করুন
- দিনে দু-বার পরিষ্কার করুন
- মৃদু ডিটারজেন্ট ব্যবহার করে জলের সাহায্যে পুঙ্খানুপুঙ্খ ভাবে পরিষ্কার করুন
- মেঝে শুকনো রাখুন এবং সম্পূর্ণ শুকনো হলেই মেঝে ব্যবহার করুন।
আগে

পরে
