উপদেশ ও নির্দেশিকা
কয়েকটি নিয়মিত সৃষ্ট সমস্যা ও তাদের সমাধান:
প্রস্তাবিত পদক্ষেপ
- ভোল্টেজ, ফ্লুইডাইজেশন ও পাওডার ফীড বৃদ্ধি করুন।
- কনভেয়ারের আলাদা আলাদা বস্তুর মধ্যবর্তী প্রতিরোধ ক্ষমতা পরীক্ষা করুন। ফিল্মের আদর্শ রিডিং হওয়া উচিৎ ০ ওহম।
- কনভেয়ার এবং বাইরে থেকে আর্থিং পরীক্ষা করুন।
- স্প্রে সরঞ্জামের ফিউজ, ভোল্টেজ, বন্দুকের মুখের ইলেক্ট্রোড এবং হাই টেনশন তারের সকল বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করুন।
- অন্য আরেকটি পাওডার স্প্রে বন্দুকের সাহায্যে পাওডার পরীক্ষা করুন।
প্রস্তাবিত পদক্ষেপ
- সমসত্ত্ব ভাবে পাওডার নির্গমন ও উল্লেখিত ফিল্ম ঘনত্ব লাভের জন্য স্প্রে বন্দুক যন্ত্রের মাপগুলি নিয়ন্ত্রণ করুন।
- ওভেনে গরম করার সম্ভাব্য দ্রুততম মাত্রাটি ব্যবহার করুন।
- বস্তু ও বন্দুকের মুখের মধ্যবর্তী সর্বোত্তম দূরত্বের দিকে খেয়াল রাখুন।
প্রস্তাবিত পদক্ষেপ
- পাওডার ফীড ও বন্দুকের হোসের দৈর্ঘ্য আলাদা।
- বায়ুর চাপ খুব কম।
- ইঞ্জেক্টর হোস বা বন্দুকের বৈদ্যুতিক ত্রুটি বা আংশিক ব্লকিং।
প্রস্তাবিত পদক্ষেপ
- যদি ওভেন থেকে বেশি বা কম নিরাময় সংক্রান্ত সমস্যা দেখা দেয়
- সমস্ত থার্মোস্ট্যাটগুলি সঠিক ভাবে কাজ করছে কি না পরীক্ষা করুন।
- বায়ু সঞ্চালন পরীক্ষা করুন।
- তাপমাত্রা রেকর্ডারের সাহায্যে ধাতুর তাপমাত্রা পরীক্ষা করুন।
প্রস্তাবিত পদক্ষেপ
- সমস্ত ফিউজ পরীক্ষা করুন।
- কমপ্রেস করা বায়ু ও ফ্লুইডাইজেশন চাপ পরীক্ষা করুন।
- এয়ার গানের সাহায্যে নিউম্যাটিক সিস্টেমের ভিতর দিয়ে বায়ু সঞ্চালন করুন।
প্রস্তাবিত পদক্ষেপ
- কোটিং-এর পূর্বে দেখে নিন যাতে পণ্যটি সম্পূর্ণ রূপে পরিষ্কার থাকে।
- স্প্রে বুথের ভিতরে ধুলো প্রবেশ আটকান।
- পাওডার ছেঁকে নিন এবং ছাঁকনিতে দূষিত পদার্থ বা অবশেষ রয়েছে কি না পরীক্ষা করুন।
প্রস্তাবিত পদক্ষেপ
- এর অর্থ কোটিং-এর পূর্বে বস্তুটি দূষিত ছিল।
- কাছাকাছি জলজাত রঙ ব্যবহার হয়েছে কি না পরীক্ষা করুন।
- কোনও বস্তু বা লুব্রিক্যান্টের ভিতরে সিলিকনের উপস্থিতি রয়েছে কি না পরীক্ষা করুন। ঝালাইয়ের সময় এরকম ঘটনা প্রায়ই ঘটে থাকে।
প্রস্তাবিত পদক্ষেপ
- সাধারণত এর অর্থ পাওডারটি দূষিত, তবে এর অর্থ এও হতে পারে যে বস্তুটি দূষিত।
- সঙ্কুচিত বায়ু জল বা তেলমুক্ত কি না পরীক্ষা করুন।
- অন্য স্প্রে গান ব্যবহার করার সময় অথবা একটি প্লেটে পাওডার গলিয়ে দেখুন যে পাওডারটি গর্ত মুক্ত আছে কি না।
- বস্তুর উপরে পাওডার কোট পরীক্ষা করুন।
প্রস্তাবিত পদক্ষেপ
- পরিষ্কার/পূর্ব-নিরাময় যথাযথ হয়েছে কি না পরীক্ষা করুন।
- কম নিরাময় হচ্ছে কি না পরীক্ষা করুন।
- নীচস্তরের ঘনত্ব বা ধরন পরিবর্তিত হয়েছে কি না পরীক্ষা করুন।
- পাওডার ফিল্মের ঘনত্ব যথাযথ কি না নিশ্চিত হয়ে নিন।