একরঙা আধুনিকতা ইন্টিরিয়র স্টাইল গাইড
একরঙা আধুনিকতা
ধূসরের একরঙা টোন বিশাল ঘরে এনে দেয় নৈকট্যের ছোঁয়া। মূল দেওয়াল হোক বা প্যাসেজওয়ে, রংবেরঙের ধূসরতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করুন। জানালার তাক এবং দরজা গুলিকে সুন্দর সাদা রঙে আলোকিত করে তুলুন এবং আধুনিকতার শিল্পের ছোঁয়া এনে দিন।